পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছোটোবেলার ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা আলিয়ার - Soni Razdan birthday

মায়ের সঙ্গে তোলা ছেলেবেলার ছবি পোস্ট আলিয়ার । ছবির ক্যাপশনে সোনি রাজ়দান জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

ছবি

By

Published : Oct 25, 2019, 1:47 PM IST

মুম্বই : সোফার উপর মায়ের কোলে বসে রয়েছেন ছোট্ট আলিয়া । আর তাঁদের দু'জনের মুখেই হাসি । সোশাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সোনি রাজ়দানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট ।

ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন আলিয়া । ছবির ক্যাপশনে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

আর এই ছবির দেখার পরই বলিউডের একাধিক তারকা সোনি রাজ়দানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।

63-তে পা দিলেন সোনি রাজ়দান । 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ।

আলিয়ার সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক খুবই ভালো । মাঝে মধ্যেই মায়ের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

তবে এখন আপাতত রণবীরের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত আলিয়া । লন্ডনে রয়েছেন তাঁরা দু'জনেই । সম্প্রতি তাঁদের বিয়ের একটি ভুয়ো কার্ড ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় । যেখানে বলা হয়েছিল 2020 সালের 22 জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা । বিষয়টিতে খুব এখটা গুরুত্ব দেননি সোনি রাজ়দানও ।

কাজের দিক থেকে 'সদাক ২' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া । তার ফাঁকেই ঘুরতে গেছেন লন্ডনে ।

ABOUT THE AUTHOR

...view details