পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেটিজেনদের মুখে 'সড়ক 2' বয়কটের ডাক - আলিয়া ভাটের খবর

'সড়ক 2'-এর পোস্টার নেটিজেনদের থেকে খুব একটা ভালো রিসেপশন পেল না ।

Alia Bhatt boycott Sadak 2
Alia Bhatt boycott Sadak 2

By

Published : Jun 30, 2020, 11:08 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেটিজেন, ইউটিউবর, মিমারদের নিশানায় ইন্ডাস্ট্রির স্টারকিডরা । আলিয়া ভাটও তাঁদের মধ্যে অন্যতম । তাই আলিয়ার আসন্ন ছবি 'সড়ক 2'-এর পোস্টার সামনে আসার পর সমস্ত ক্ষোভ গিয়ে পড়ল সেদিকে ।

ছবিটি বয়কটের ডাক দেওয়া হল সোশাল মিডিয়ায় । খুব খারাপভাবে ট্রোল করা হল আলিয়া, পরিচালক মহেশ ভাট আর অভিনেত্রীকে পূজা ভাটকে ।

আলিয়া নিজের ইনস্টাগ্রামে 'সড়ক 2'-এর প্রথম পোস্টার শেয়ার করেছেন । আর তাঁর নিচে এসেছে রাশি রাশি মন্তব্য ।

আলিয়ার পোস্ট...

কেউ লিখেছেন, "যে মানুষটা 26/11-র ঘটনাকে RSS-এর ষড়যন্ত্র বলেছিলেন এবং তার নিজের ছেলে সন্ত্রাসবাদীদের উপযুক্ত জায়গা খুঁজে নিতে সাহায্য করেছিলেন, যে ব্যক্তি সুশান্তকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছিলেন, মেয়ের মেয়ের থেকেও ছোটো একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যতটা নিচে নামা যায় নেমেছিলেন...সে কেন জেলে নেই সেটাই ভাবি ।"

আবার কেউ লিখেছেন. "যদি কেউ কারও জীবন উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেষ করে দেয়, সে নিজেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ।"

তো কারও মতে, "আমরা কেউ ইন্টারেস্টেড নই, গেট লস্ট..."

তবে অসংখ্য সিনেপ্রেমী মানুষ 'সড়ক 2'-এর আসন্ন মুক্তি নিয়ে উচ্ছ্বসিত । তাই নেগেটিভ কমেন্টের সঙ্গে সঙ্গে পজ়িটিভ মন্তব্যও দেখা গেছে আলিয়ার প্রোফাইলে ।

ABOUT THE AUTHOR

...view details