মুম্বই : আজ অর্থাৎ 28 অগাস্ট সন্ধে সাড়ে সাতটার সময় ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে 'সড়ক 2' । মুক্তির কয়েক ঘণ্টা আগে সারপ্রাইজ় দিলেন আলিয়া । তাঁর নিজের গাওয়া গান মুক্তি পেল সোনি মিউজ়িক ইন্ডিয়ার অফিশিয়াল পেজে ।
'তুম সে হি' নামের সেই গানটির মিউজ়িক ডিরেক্টর অঙ্কিত তিওয়ারি । পুরো গানটিই গেয়েছেন আলিয়া ভাট । শাবির আহমেদের লেখা গানটি অ্যারেঞ্জ করেছেন ধ্রুবজ্যোতি ফুকান ।