মুম্বই : আলিয়া আর রণবীরের ক্যারিয়ারে এক বিশাল প্রজেক্ট 'ব্রহ্মাস্ত্র' । দীর্ঘ সময় ধরে চলছে এই ছবির শুটিং । তিনটি খণ্ডে মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি । 'ব্রহ্মাস্ত্র'-র সেট থেকে তাক লাগানো দু'টি ছবি শেয়ার করলেন আলিয়া ।
এক বিশালাকৃতি কালীমূর্তির সামনে দাঁড়িয়ে অয়ন-আলিয়া-রণবীর । তাঁদের হাত থেকে ঝুলছে স্ক্রিপ্ট । তিনজনেই মাঁথা উঁচু করে দেবী প্রতিমাকে দেখছেন ।