মুম্বই : সোশাল মিডিয়ায় আলিয়া ভাটের বিশাল ফ্যানবেস । তবে তাঁদের শুধুমাত্র নিজের ছবি বা ভিডিয়ো দিয়েই এন্টারটেন করেন না অভিনেত্রী, মাঝেমধ্যে জীবনবোধের শিক্ষাও দিয়ে থাকেন ।
আলিয়া নিজের ইনস্টাস্টোরিতে একটি উক্তি পোস্ট করেছেন । টেডি রুজ়ভেল্টের লেখা সেই উক্তি বলে, "বিশ্বাস রাখ যে তুমি পারবে এবং তুমি আধা রাস্তায় আছ ।"