পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনাকে ফুল পাঠালেন আলিয়া, মস্করা করে ট্রোলড রঙ্গোলি - কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন । এই খবর সামনে আসার পর আলিয়া ভাট কঙ্গনাকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন । আলিয়ার এই মিষ্টি জেশ্চারে যখন মুগ্ধ নেটিজেনরা, তখন কঙ্গনার দিদি রঙ্গোলি ফের মস্করা করলেন বিষয়টি নিয়ে ।

Alia Bhatt sends flower to Kangna Ranaut
Alia Bhatt sends flower to Kangna Ranaut

By

Published : Jan 27, 2020, 5:11 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত, করণ জোহর আর একতা কাপুরকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হবে, গতকালই জানা গেছে এই খবর । এরপরেই সোশাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছা বার্তায় । তবে আলিয়া ভাট শুকনো শুভেচ্ছা না জানিয়ে কঙ্গনাকে একটি ফুলের তোড়া পাঠান । তাঁর এই মিষ্টি জেশ্চারের প্রশংসা না করে মস্করা করলেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল ।

রঙ্গোলি সেই ফুল আর শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "এই দেখ, আলিয়াও কঙ্গনাকে ফুল পাঠিয়েছে । কঙ্গনার কথা জানি না, তবে আমার তো দারুণ মজা লাগছে ।"

এর আগে কঙ্গনা আলিয়ার উদ্দেশে বিরূপ মন্তব্য করেছন । আলিয়াকে 'করণ জোহরের হাতের পুতুল' বলে অবমাননা করেছেন । কোনও রাজনৈতিক বা সামাজিক বিষয়ে আলিয়া মন্তব্য করেন না বলেও এক হাত নিয়েছিলেন কঙ্গনা । কিন্তু, তা সত্ত্বেও আলিয়ার এই সুন্দর ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা ।

অন্যদিকে রঙ্গোলির এই পোস্টের পর চলছে তুমুল সমালোচনা । অনেকেই প্রশ্ন তুলেছেন, কবে একটু স্বাভাবিক আচরণ করবেন তিনি ? কবে ভালো মনের পরিচয় দেবেন ? আবার কেউ মন্তব্য করেছেন, "আলিয়া এই ব্যবহার ডিজ়ার্ভ করেন না ।"

কঙ্গনা রানাওয়াতের ছবি 'পাঙ্গা' মুক্তি পেয়েছে 24 জানুয়ারি । সমালোচকদের মন জিতলেও বক্স অফিসে সেরকম প্রভাব ফেলতে পারছে না অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details