মুম্বই : কথায় আছে, বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ নেই । কোনও অভিযোগ নেই, কোনও দাবিদাওয়া নেই । তাই ওয়ার্ল্ড বুক ডে বা বিশ্ব বই দিবসে বইকেই বন্ধু করে নিলেন আলিয়া ।
এখন কোন বই পড়ছেন অভিনেত্রী ? ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া । জে.কে.রাওলিংয়ের 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজ়ফার স্টোন'...ছোটোবেলার সেই নস্ট্যালজিয়া মাখা জাদু দুনিয়ার বই ।
ক্যাপশনে আলিয়া লিখেছেন, "আমি একটা নতুন বন্ধু খুঁজে পেলাম.."
গতকাল ছিল আর্থ ডে । এই বিশেষ দিনেও আলিয়া খাতা-পেন্সিলের মধ্য়েই আনন্দ খুঁজে পেয়েছিলেন । লিখেছিলেন একটা মিষ্টি কবিতা । এই বিশ্বের প্রতি তাঁর ভালোবাসা, কৃতজ্ঞতা, নীর্ভরশীলতা ফুটে এসেছিল লেখনীতে ।
বোঝাই যাচ্ছে লকডাউনে টেকনলজি ডিটক্স মোডে চলে গেছেন আলিয়া । বই পড়ছেন, কবিতা লিখছেন, বেক করছেন । সময়টাকে এভাবেই উপভোগ করছেন অভিনেত্রী ।