মুম্বই, 29 মার্চ : প্রায় পাঁচ বছর পর অবশেষে শেষ হল আলিয়া ভাট এবং রণবীর কাপুর জুটির নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিং পর্ব ৷ অর্থাৎ এবার পর্দায় আসার জন্য পুরোপুরি তৈরি এই ছবি ৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে মাধ্য়মে এই খবর জানিয়েছেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় (Brahmastra Shooting Comes to an End )৷
মঙ্গলবার তিনি লেখেন, "এবং অবশেষে কাজ শেষ! ব্রহ্মাস্ত্র-র জন্য প্রথম শট নেওয়ার পর থেকে পাঁচ বছর কেটে গেল এবং আমরা অবশেষে শেষ (দৃশ্যটি) শ্যুটিং করলাম ! সত্যিই অসাধারণ, চ্যালেঞ্জিং এবং এমন একটা যাত্রা যা জীবনে একবারই আসে ৷ "এই ছবির শেষ অংশের কাজ হয়েছে বারাণসীতে ৷ এদিন বারানসীতে থাকাকালীন আলিয়া এবং রণবীরের একটি ছবিও শেয়ার করেন তিনি ৷ যেখানে দেখা যায় গলায় গাঁদা ফুলের মালা পড়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এই কপোত কপোতী ৷