মুম্বই : বাড়িতে বন্দী থাকা অবস্থাটা প্রতি মুহূর্তে উপভোগ করছেন আলিয়া ভাট । সোশাল মিডিয়ায় তাঁর প্রতিদিনের অ্যাক্টিভিটি দেখে বেশ আন্দাজ করা যায় সেটা । সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । এই অস্থির সময়ের মধ্যেও একটা প্রশান্তির ছোঁয়া আলিয়ার চোখে-মুখে ।
ব্যালকনির ধারে দাঁড়িয়ে অভিনেত্রী । মুখে তাঁর অস্তগামী সূর্যের আলো । যেন অনেক দূরে তাকিয়ে রয়েছেন আলিয়া, ভাবছেন কিছু একটা । তাঁর এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।