মুম্বই : এক থেকে দুই থেকে শুরু করে পঞ্চাশ মিলিয়ন । আরও কত বাড়বে কে জানে ! কথা হচ্ছে আলিয়া ভাটের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা নিয়ে । পঞ্চাশ মিলিয়নের ঘরে ঢুকে পড়লেন মিস ভাট ।
এই আনন্দ ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন আলিয়া । সেই ফ্যানেদের জন্যই তো সবকিছু । নিজের একটি নো-মেকআপ লুক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "আজ সবাইকে ধন্যবাদ জানানোর দিন । ধন্যবাদ পরিবার, আমার মানুষজন । আপনারা সত্যিই আমায় পঞ্চাশ মিলিয়ন ভালোবাসা তুলে দিয়েছেন ।"