মুম্বই : সীতা রূপে আলিয়া । কোঁকড়ানো এক মাথা চুল, পরনে শাড়ি, চোখে ঘন কাজল, আর মুখে মাখা এক অদ্ভুদ বিষাদ । এমনই এক মোহময়ী ও গভীর আলিয়াকে দেখে চোখ ফিরছে না নেটিজেনদের ।
এস.এস.রাজামৌলির 'আর আর আর' ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন আলিয়া । আজ অভিনেত্রীর জন্মদিনেই সীতা বেশে আলিয়ার ফার্স্টলুক পোস্টার শেয়ার করা হল সোশাল মিডিয়ায় ।
এই প্রথম তেলুগু ছবির দুনিয়ায় পদার্পণ করতে চলেছেন আলিয়া । তার জন্য তাঁকে তেলুগু ভাষা শিখতে হয়েছে । তবে বলিউড থেকে একা তিনিই এই ছবিতে অভিনয় করছেন না । 'আর আর আর'-এ রয়েছেন অজয় দেবগনও ।
এছাড়া দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং এনটিআর জুনিয়র রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে । 2021 সালের 13 অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে 'আর আর আর' । অপেক্ষায় দর্শক ।