মুম্বই : বেশ কিছুদিন ধরেই সাফল্যের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । একের পর এক সাক্সেসফুল ছবি, নিজের অভিনয়ের জন্য অ্যাওয়ার্ডস, জিতেছেন দর্শকদের মনও । এবার তিনি মনোনীত হলেন 2019-র পিপলস্ চয়েজ় মোস্ট ইনস্পায়ারিং এশিয়ান উওম্যানের জন্য ।
অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি যে, এই তালিকায় আলিয়াই একমাত্র ভারতীয় । তালিকায় এশিয়া থেকে অন্য যারা রয়েছেন, তারা হলেন চীনা অভিনেত্রী জ়োউ ডংগিউ, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং ইউ-মি, দক্ষিণ কোরিয়ার সিংগার-সং রাইটার CL, থাই অভিনেত্রী প্রায়া লুন্ডবার্গ, ইন্দোনেশিয়ান অভিনেত্রী রেলাইন শাহ, মালায়সিয়ার সিংগার-সংরাইটার যুনা ও থাই মডেল চুটিমন চুয়েংচারোয়েনসুকিং ।