মুম্বই : বাড়িতে থেকে ওয়ার্কআউটে মন দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা । নিজের শরীর আর মনের যত্ন নিচ্ছেন তাঁরা । প্রকৃতি যেমন নিজেকে মেরামত করছে, ঠিক তেমনই ব্যস্ত জীবনের ক্লান্তি আর অনিয়মকে শুধরে নিচ্ছেন তারকারা । বাদ নেই আলিয়া ভাটও ।
এই 60 দিনে আলিয়া আগের থেকে অনেক বেশি শক্তিশালী, সুস্থ এবং ফ্লেক্সিবল হয়ে উঠেছেন । একথা আমরা নয়, আলিয়া নিজেই জানিয়েছেন । ওয়ার্কআউট আর স্বাস্থ্যসম্মত ডায়েট করে অভিনেত্রী আগের থেকে অনেক বেশি অপ্রতিরোধ্য় হয়ে উঠেছেন ।