পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোনির জন্মদিন, জমিয়ে পার্টি করল ভাট ও কাপুর পরিবার - Alia Bhatt hosts Ranbir Kapoor and family at Soni Razdan's birthday

আলিয়া ভাটের আয়োজনে পার্টি জমে উঠল । কীসের পার্টি ? মা সোনি রাজদানের জন্মদিন যে । তবে অতিথি তালিকা খুবই ছোটো । ভাট আর কাপুর পরিবারের কিছু সদস্যমাত্র ।

Alia bhatt hosted party of mother soni razdan
Alia bhatt hosted party of mother soni razdan

By

Published : Oct 26, 2020, 7:37 AM IST

মুম্বই : কাপুর আর ভাট পরিবারে কোনও অনুষ্ঠান বা ইভেন্ট থাকলে একে অপরের কাছে আমন্ত্রণ পত্র যাবেই...সে যত প্রাইভেট অনুষ্ঠানই হোক না কেন ! দুই পরিবার যেন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে উঠেছে ধীরে ধীরে । তাই রণবীর কাপুরের দিদির জন্মদিনে দেখা যায় ভাট পরিবারকে, আবার আলিয়ার মা সোনির জন্মদিনে দেখা যায় পুরো কাপুর খানদানকে ।

হ্যাঁ, সোনি রাজদানের জন্মদিনে আয়োজিত প্রাইভেট পার্টিতে গেস্ট লিস্টে রয়েছেন কেবলমাত্র রণবীর কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি এবং তাঁর মেয়ে সামারা । কোরোনার থাবা থেকে বাঁচতে একেবারে ছোট্ট আয়োজনে পার্টি সারলেন আলিয়া ।

মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । মা পরেছে সাদা এথনিক পোশাক, আর মেয়ে সেজে উঠেছে গোলাপি লম্বা গাউনে । ক্যাপশনে আলিয়া লিখেছেন, "সবাই বলে, তুমি যখন তোমার মায়ের দিকে তাকাও, তখন পৃথিবীর সবচেয়ে শুদ্ধ প্রেমের দিকে তাকাও । শুভ জন্মদিন মা ।"

সোনিকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীরের দিদি ঋদ্ধিমাও । সবাইকে একসঙ্গে করে তোলা একটি গ্রুপ সেলফি শেয়ার করেছেন তিনি ।

আলিয়ার দিদি শাহিন ভাটও এখটি সেলফি শেয়ার করেছেন । সেখানে আলিয়া আর সোনি তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন মহেশ ভাট । সাম্প্রতিক কালে তিনি একেবারে লাইমলাইটের আড়ালে রয়েছেন । তবে এই পার্টি উপলক্ষে তাঁকেও দেখা হয়ে গেল ।

শাহিনের পোস্ট..

সব মিলিয়ে একটা জমজমাট সন্ধে কাটাল কাপুর ও ভাট পরিবার ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details