পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার? সমালোচনার মুখে আলিয়া - সমালোচিত আলিয়া ভাট

আলিয়া ভাট সেই সমস্ত সেলেব্রিটিদের মধ্যে অন্যতম যিনি সবসময় বিতর্ক থেকে দূরে থাকেন। সেলেব্রিটিদের জীবনে যে টুকটাক গসিপ হয়, সেটা তো থাকবেই। কিন্তু, তার বাইরে কখনই খুব একটা সমালোচনার মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। কিন্তু, নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য এবার নেটিজেনদের রোশের মুখে পড়লেন তিনি।

Alia Bhatt criticized

By

Published : Sep 19, 2019, 4:45 PM IST

Updated : Sep 19, 2019, 7:24 PM IST

মুম্বই : খুব অল্প বয়সেই সাফল্যের চূড়ায় বসেছেন আলিয়া। কোথাও গেলেই তাঁকে ছেঁকে ধরেন আম জনতা। তাই মবড হওয়ার হাত থেকে বাঁচতে নিয়মিত নিরাপত্তারক্ষীদের নিয়ে ট্র্যাভেল করেন আলিয়া। নিরাপত্তারক্ষীরা কোনও সেলেব্রিটিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু, সেই ভূমিকাকে যদি কেউ অস্বীকার করেন? যদি অপমান করেন? হ্যাঁ আলিয়া তেমনটাই করলেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে আলিয়া গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেছে দুই বডিগার্ড। আলিয়া একটু থেমে গিয়ে তাঁদের উদ্দেশে বললেন, "আপনারা এগিয়ে যান, যান না এগিয়ে"। আলিয়ার চোখেমুখে তখন বিরক্তির ছোঁয়া।

অভিনেত্রীর এই জেশ্চারে চটেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, "আমির বাবার মেয়ে সবকিছু করতে পারে।" তো কারো মতে, "এরা কি সবাইকে কিনে রেখেছে? ফ্যানদের ছাড়া এদের কোনও ক্ষমতাই নেই।"

দেখে নিন সেই ভিডিয়ো...

Last Updated : Sep 19, 2019, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details