মুম্বই : খুব অল্প বয়সেই সাফল্যের চূড়ায় বসেছেন আলিয়া। কোথাও গেলেই তাঁকে ছেঁকে ধরেন আম জনতা। তাই মবড হওয়ার হাত থেকে বাঁচতে নিয়মিত নিরাপত্তারক্ষীদের নিয়ে ট্র্যাভেল করেন আলিয়া। নিরাপত্তারক্ষীরা কোনও সেলেব্রিটিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু, সেই ভূমিকাকে যদি কেউ অস্বীকার করেন? যদি অপমান করেন? হ্যাঁ আলিয়া তেমনটাই করলেন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে আলিয়া গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেছে দুই বডিগার্ড। আলিয়া একটু থেমে গিয়ে তাঁদের উদ্দেশে বললেন, "আপনারা এগিয়ে যান, যান না এগিয়ে"। আলিয়ার চোখেমুখে তখন বিরক্তির ছোঁয়া।