মুম্বই : লকডাউনে বাড়িতে বন্দী আলিয়া ভাট । নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছেন তিনি । তবে মন পড়ে রয়েছে নতুন অফিসে । আলিয়ার সেই নতুন অফিস এখন পুরোপুরি রেডি। আর সেখানে যাওয়ার জন্য ছটফট করছে মন ।
অফিসের ডেকরেশনের জন্য আর্ট ডিরেক্টর রুপিন সূচকের সঙ্গে যোগাযোগ করেছেন আলিয়া । অভিনেত্রী জানালেন, "রুপিন বুঝতে পেরেছে যে, আমি আসলে কী চাইছি । জায়গাটা এখন আমারই ব্যক্তিত্বের একটা অংশ হয়ে উঠবে, আমি ঠিক যেমন ভেবেছিলাম । জায়গাটা দেখে খুব খোলামেলা মনে হবে, কিন্তু তার মধ্যেও একটা শান্তিপূর্ণ আর আরামদায়ক পরিবেশ থাকবে । একটা কিম্বা দু'টো সারপ্রাইজ় এলিমেন্টও থাকবে সেখানে ।"