পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাধুরীর প্রশংসায় আলিয়া - আলিয়া ভাটের খবর

মাধুরী দীক্ষিত অভিনেত্রী বটে, তবে ডান্সার হিসেবেও তাঁর আলাদা এক পরিচিতি রয়েছে । বাড়িতে বসেই তাঁর মতো সুদক্ষ ডান্সারের থেকে নাচ শিখতে চান ? সুযোগ দিচ্ছেন মাধুরী, তাও আবার বিনামূল্যে । অভিনেত্রীর এই উদ্যোগের প্রশংসা করলেন আলিয়া ভাট ।

alia bhatt supports madhuri dixit's initiative to teach dancing
alia bhatt supports madhuri dixit's initiative to teach dancing

By

Published : Apr 16, 2020, 4:59 PM IST

মুম্বই : মাধুরী দীক্ষিতের থেকে বাড়িতে বসেই নাচ শেখার সুযোগ, তাও আবার বিনামূল্যে । এমন সুযোগ খুব একটা পাওয়া যায় না । কিন্তু লকডাউনের মধ্যে একটু খুশি, একটু পজ়িটিভিটি ছড়িয়ে দিতে এমন উদ্যোগই নিলেন মাধুরী । তাঁর এই পদক্ষেপে মুগ্ধ আলিয়া ভাট ।

নিজে মাধুরী দীক্ষিতের নাচের খুব বড় ভক্ত, জানিয়েছিলেন আলিয়া । তাই বাড়ি বসে মাধুরীর থেকে নাচ শেখাটা তাঁর কাছে খুব বড় ব্যাপার । অন্তত এই সময় "বেস্ট"-এর থেকে নাচ শেখার এমন চান্স সবার জন্য খুবই লোভনীয় ব্যাপার, মনে করছেন আলিয়া ।

'কলঙ্ক' ফিল্মে মাধুরী

মাধুরীর শেয়ার করা #LearnAMove#ShareAMove ক্যাম্পেনের ভিডিয়োটি পোস্ট করে আলিয়া লিখেছেন, "একটা দারুণ পদক্ষেপ । সবাইকে বলছি, এটাই সুযোগ সেরা মানুষটির থেকে কিছু শেখার, বাড়িতে থেকে । এখনই শুরু করে দাও ।"

'কলঙ্ক' ফিল্মে মাধুরীর সঙ্গে অভিনয় করেন আলিয়া । সেখানে তাঁদের দু'জনের একটি ডান্স সিকোয়েন্সও ছিল । তবে একসঙ্গে দু'জনকে নাচতে দেখা যায়নি । আলিয়ার ভাষায়, "ভাগ্যিস আমাদের একসঙ্গে নাচতে হয়নি । আমি যে কি টেনশনে ছিলাম । উনি আমায় প্রতি মুহূর্তে শিখিয়ে দিচ্ছিলেন । আমার যাতে অভিব্যক্তি বা স্টেপ সবকিছু পারফেক্ট হয়, সেদিকে নজর রেখেছিলেন ।"

ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও, আর্ট ডিরেকশন ও সিনেমাটোগ্রাফির জন্য প্রশংসা পায় ।

ABOUT THE AUTHOR

...view details