পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মহাশিবরাত্রিতে আলিয়া ভাট কী চাইলেন মহাদেবের কাছে? - আলিয়া ভাট ও রণবীর কাপুর

অভিনেত্রী আলিয়া ভাট এবং 'ব্রহ্মাস্ত্র'-র পরিচালক অয়ন মুখার্জিকে একসঙ্গে দেখা গেল শিব মন্দিরে ৷ মহাশিবরাত্রি উপলক্ষ্যে কী চাইলেন অভিনেত্রী?

latest news of Alia Bhatt
টিম 'ব্রহ্মাস্ত্র',ছবি সৌজন্য সোশাল মিডিয়া

By

Published : Mar 12, 2021, 6:07 PM IST

মুম্বই 12 মার্চ :বলিউডে যেকোনও উৎসবই যথেষ্ট ধুমধাম করে পালন করা হয় ৷ মহাশিবরাত্রিই বা সেই তালিকা থেকে বাদ যাবে কেন? যখন সকল অভিনেতা-অভিনেত্রীরা উৎসব পালনে ব্যস্ত, তখন অয়ন মুখার্জি ও আলিয়া ভাটকে ক্যামেরাবন্দী করা গেল একটি শিব মন্দিরের বাইরে ৷

অয়ন মুখার্জি পরিচালিত এবং আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত তাঁদের আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র' পরিণতি পেতে আর মাত্র কয়েকটা দিন ৷ রণবীর করোনা পজিটিভ ৷ তা বলে কি ভগবানের আশীর্বাদ থেকে বাদ যাবে 'ব্রহ্মাস্ত্র'-র টিম!

আলিয়া ভাটের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই ছবির পরিচালক ও অভিনেত্রীকে দেখা যায় শিব মন্দিরে পুজো দিতে ৷ আন্দাজ করা যায় রণবীর কাপুর সুস্থ থাকলে তাঁকেও দেখা যেত এখানে ৷

আলিয়া ভাট ও অয়ন মুখার্জি , ছবি সৌজন্য সোশাল মিডিয়া

সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তিনি কী বিশেষ প্রার্থণা করলেন মহাদেবের কাছে? উত্তরে অভিনেত্রী হাস্যরসাত্মক সুরে জানান তিনি বিশেষ কিছু ভগবানের কাছে চেয়েছেন ঠিকই কিন্তু কি চেয়েছেন তা বলবেন না তিনি ৷

বলিউডের প্রথম সারির এই ব্যস্ত অভিনেত্রী এখন 'ব্রহ্মাস্ত্র' ও 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি' ছবি গুলি নিয়ে বেশ ব্যস্ত ৷ অভিনেত্রীর ভক্তরাও দিন গুনছে ছবি গুলির মুক্তির জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details