মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর 'সড়ক 2' ভবিষ্যৎ নিয়ে একটা দোলাচল ছিল । প্রথমত ছবিটি মহেশ ভাট পরিচালিত, তার উপর আলিয়া ভাট-সঞ্জয় দত্ত-আদিত্য রায় কাপুরের মতো প্রভাবশালী অভিনীত এই ছবিকে বয়কট করার ডাক দিয়েছিল নেটিজেনরা । কিন্তু, নির্দিষ্ট সময়েই মুক্তি পেল 'সড়ক 2' ।
আর পেয়েই রেকর্ড গড়ল ছবিটি । কীভাবে ? IMDb-তে সবচেয়ে কম রেটিং প্রাপ্ত ছবি হিসেবে । দশ হাজার মানুষের ভোটে 'সড়ক 2'-র গড় স্কোর 1.1 । আজ অবধি কোনও ছবিকে এত কম রেটিং পেতে দেখা যায়নি ।
তবে এ তো গেল দর্শকের কথা । হয়তো সুশান্তের মৃত্যুর কারণে আবেগপ্রবণ দর্শক ভারাক্রান্ত মন নিয়ে এই রেটিং দিয়েছেন । তবে সমালোচকদের কাছেও ছবিটি একেবারেই মনোগ্রাহী হয়ে ওঠেনি । সবাই একবাক্যে স্বীকার করেছেন যে, ছবিটি মানের দিক থেকে বেশ খারাপ ।
ছবিটি মুক্তির কয়েকদিন আগে মহেশ ভাট জানিয়েছিলেন যে, "আমার আজ কোনও ভার নেই । নিজের ইমেজ ধরে রাখার কোনও চাপ নেই, কারও কাছে কিছু প্রমাণ করার নেই । ছবিটি যদি দর্শক পছন্দ করেন তাহলে সেটা সবার জন্য । আর ছবিটি দর্শকের খারাপ লাগলে সেটা আমার জন্য ।"