মুম্বই : লকডাউনের মধ্যে শুটিং বন্ধ থাকায় এখন বাড়িতেই রয়েছেন আলি ফজ়ল । আর এই সময় সৃজনশীল কাজে মন দিয়েছেন তিনি । বান্দ্রার বাড়িতে বসে স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন এই তারকা ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । সেই মার্চ থেকেই গৃহবন্দী আলি । সারাক্ষণ বাড়িতেই কাটছে তাঁর দিন । আর এর মধ্যেই স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন । তবে লকডাউনের শুরুর দিনগুলিতে খুবই সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন আলি । বলেন, "লেখাটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । লকডাউনের শুরুর দিনগুলো খুব একটা ভালো লাগত না । তারপর ধীরে ধীরে মনকে বোঝাই । এটাকেই স্বাভাবিক বলে মনে করতে শুরু করি । আর এই পরিস্থিতির মধ্যে আর্ট ও সিনেমার গুরুত্ব উপলব্ধি করেছি ।"