মুম্বই : একাধিক বলিউড স্টার অর্থসাহায্য করে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন লকডাউনের অচলতার মাঝে । তবে বলিউডের আর এক অভিনেতা একটু অন্য পথ অবলম্বন করলেন । কথা হচ্ছে আলি ফজলকে নিয়ে । ব্যাটম্যান বেশে তিনি হাজির হলেন একেবারে রাস্তায়, অভুক্ত মানুষদের পাশে । কোথাও যেন রিল আর রিয়েল লাইফ মিলেমিশে গেল ।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন আলি । সেখানে দেখা যাচ্ছে ব্যাটম্যানের মুখোশ পরে গাড়ি চালাচ্ছেন তিনি । স্টিরিয়োয় চলা কুমার শানুর গানের সঙ্গে মাথা নাড়ছেন আর একটু একটু অভিনয়ও করছেন ফিল্মি চালে । প্রথমে একটু চমকে যাবেন দেখে । মনে হব লকডাউনের সময় ব্যাটম্যান সেজে কোথায় যাচ্ছেন আলি ?