পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গুড্ডু নয়, মুন্নার চরিত্র দেওয়া হয়েছিল আলি ফজলকে - আলি ফজলের খবর

23 অক্টোবর 'মির্জ়াপুর'-এর সিজ়ন 2 স্ট্রিম করেছে অ্যামাজ়ন প্রাইমে । হার্ডকোর ক্রাইম এই সিরিজ় নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই । সোশাল মিডিয়া আজ বর্ণময় 'মির্জ়াপুর'-এর রঙে । সিরিজ়টির অন্যতম মুখ্য দুই চরিত্র হল মুন্না ত্রিপাঠী ও গুড্ডু পন্ডিত । তবে 'গুড্ডু' আলি ফজলকে নাকি প্রথমে মুন্নার চরিত্রটা দেওয়া হয়েছিল ।

mirzapur season 2
mirzapur season 2

By

Published : Nov 5, 2020, 7:37 AM IST

মুম্বই : 'মির্জ়াপুর'-এর প্রধান কালিন ভাইয়া । তাহলেও তার ছেলে মুন্নার চরিত্রটি অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি জোরালো । গ্যাংস্টার হলেও কালিনের মধ্যে একটা মানবিকতা আছে, সততা আছে । তবে মুন্না কিন্তু একেবারে দানবীয়, রাক্ষুসে । এই মুন্নার চরিত্রটি প্রথমে দেওয়া হয় আলি ফজলকে ।

তবে 'মির্জ়াপুর' যারা দেখেছেন, তারা জানেন যে আলি এখানে গুড্ডুর চরিত্রে অভিনয় করেছেন । সিরিজ়ের দ্বিতীয় সিজ়নটা তো মূলত তার প্রতিশোধ নেওয়ারই গল্প বলে । এক সরল সাদা, মাথামোটা ছেলে একটু একটু করে নিজেকে পালটে ফেলে । প্রথমে ক্ষমতার লোভ আর তারপর প্রতিশোধের স্পৃহা বদলে দেয় গুড্ডুকে । তবে তার মায়াবী চোখগুলো অনেক যন্ত্রণার কথা ফুটিয়ে তোলে ।

গুড্ডু

এমনই এক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন আলি । তাই মুন্নার চরিত্রটি যখন তাঁকে অফার করা হয়, তিনি সরে আসেন প্রজেক্ট থেকে । তবে পরে নির্মাতারা তাঁর পছন্দকে গুরুত্ব দিয়ে ফের একবার ফোন করেন গুড্ডু চরিত্রের জন্য । ব্যাস রাজি হয়ে যান আলি । বাকিটা ইতিহাস । অন্যদিকে মুন্না চরিত্রটি করেন দিব্যেন্দু শর্মা ।

মুন্না

'মির্জ়াপুর'-এর গদি টানাটানির পর্ব এখনও শেষ হয়নি । অদল বদল হয়েছে ঠিকই, তবে লড়াই এখনও জারি রয়েছে । সিজ়ন 3-এর অপেক্ষায় দর্শক ।

ABOUT THE AUTHOR

...view details