মুম্বই : আরও একবার বড় পরদায় আসতে চলেছে 'মিস্টার ইন্ডিয়া' ছবিটি । সৌজন্যে পরিচালক আলি আব্বাস জ়াফার । তবে এটি সিকুয়েল বা রিমেক কোনওটাই নয় বলে জানিয়েছেন পরিচালক । শোনা যাচ্ছে, এই ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ খান ও রণবীর সিংকে । যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি ।
বেশ কয়েকদিন ধরেই এই ছবি সম্পর্কে কানাঘুষো একাধিক খবর শোনা যাচ্ছিল । এরপর গতকাল আলি আব্বাস টুইট করে ছবি তৈরির কথা নিশ্চিত করেন । লেখেন, "এটা এমন একটি চরিত্র যাকে সবাই ভালোবাসে । আর সেটাকে নিয়ে কাজ করা খুবই বড় একটা দায়িত্ব । এখন স্ক্রিপ্টের উপর কাজ করছি । অভিনেতাদের বিষয়টি এখনও ঠিক হয়নি । স্ক্রিপ্টের প্রাথমিক একটা ড্রাফ্ট তৈরি হয়ে গেলে তারপরই অভিনেতাদের ঠিক করা হবে ।"
1987 সালে মুক্তি পায় 'মিস্টার ইন্ডিয়া' ক্লাসিক ছবিটি । অভিনয় করেছিলেন শ্রীদেবী, অনিল কাপুর, অমরিশ পুরির মতো তারকারা । পরিচালনা করেন শেখর কাপুর । একটি ঘড়িকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছবিটি । ছবিতে অনিল কাপুরের বাবা বানিয়েছিলেন সেই ঘড়ি । ঘড়ির বিশেষত হল সেটি পরে একটি বোতাম টেপা মাত্রই ভ্যানিশ হয়ে যেতে পারেন ওই ব্যক্তি । মোগ্যাম্বোর (এই চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরি) হাত থেকে অনাথ বাচ্চাদের বাঁচাতে এই ঘড়ির সাহায্য নিয়েছিলেন অনিল কাপুল । সায়েন্স ফিকশন এই ছবি সে সময় ভালো সাড়া পেয়েছিল দর্শকদের কাছ থেকে । তবে এই ছবির সিকুয়েল বা রিমেক কোনওটাই করছেন না বলে জানিয়েছেন আলি আব্বাস ।
ছবি সম্পর্কে জ়ি স্টুডিয়োর CEO শারিক প্যাটেল বলেন, "এই ছবির জন্য আলি আব্বাসকে পেয়ে আমরা খুব খুশি । তবে এটি পুরোনো ছবির রিমেক বা সিকুয়েল কোনওটাই নয় । কয়েকদিন ধরে বেশ কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছিল যে এটি সিকুয়েল । সে খবর একেবারেই ঠিক নয় । আইকনিক ওই ক্লাসিক ছবিকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে ছবিটি ।" তবে ছবিতে রণবীর ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে কি না তা অবশ্য সময়ই বলে দেবে ।