মুম্বই : প্রথম ছবি 'জওয়ানি জানেমন'-এ 'গল্লাঁ করদি' গানে জমিয়ে নেচেছিলেন আলায়া । সেই নাচের প্রথম রিহার্সালের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
এই পারফর্মেন্সটির সঙ্গে অনেকগুলো 'প্রথম' জড়িয়ে রয়েছে আলায়ার । কী সেইগুলো ? এই নাচের জন্যই আলায়ার প্রথম রিহার্সাল, এই নাচ দিয়েই তাঁর সিনেমায় হাতেখড়ি, আর এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম গান ।