পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সূর্যবংশী'রা কথার খেলাপ করে না - অক্ষয় কুমারের নতুন ছবি

30 এপ্রিলই মুক্তি পাবে 'সূর্যবংশী' ৷ ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে ৷

Sooryavanshi
'সূর্যবংশী' :ছবির পোস্টার,সৌজন্য সোশাল মিডিয়া

By

Published : Mar 14, 2021, 5:11 PM IST

Updated : Mar 14, 2021, 7:44 PM IST

মুম্বই, 14 মার্চ : 'সূর্যবংশী' টিমের কাছে আজকের দিনটি খুবই স্পেশাল ৷ ছবির পরিচালক রোহিত শেট্টির জন্মদিনেই অক্ষয় কুমার জানিয়ে দিলেন ছবি মুক্তির চূড়ান্ত তারিখ ৷ প্রায় একবছর আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার ৷ এবার সম্পূর্ণ ছবিটিই মুক্তি পেতে চলেছে 30 এপ্রিল ৷

ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে ৷ এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে ৷ অক্ষয় কুমার তাঁর সোশাল মিডিয়াতে লেখেন যে, অবশেষে তাঁরা কথা রাখতে পেরেছেন ৷ ছবিটি মুক্তি পাবে 30 এপ্রিলই ৷

ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে ৷ এবারে দেখা যাক তাঁরা কী রূপ দুর্নীতি দমন করতে সক্ষম হয় ৷ একসঙ্গে প্রথমবার দেখা যাবে এই তিন অ্যাকশন হিরোকে ৷

তাই দর্শকের প্রত্যাশা যে ছবিটি নিয়ে অনেক গুণ বেড়ে গেছে সে কথা বলা বাহুল্য ৷ আশা করা যায় বক্স অফিসেও ঝড় তুলতে পারবে এই ছবি ৷ এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা ৷

Last Updated : Mar 14, 2021, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details