মুম্বই, 14 মার্চ : 'সূর্যবংশী' টিমের কাছে আজকের দিনটি খুবই স্পেশাল ৷ ছবির পরিচালক রোহিত শেট্টির জন্মদিনেই অক্ষয় কুমার জানিয়ে দিলেন ছবি মুক্তির চূড়ান্ত তারিখ ৷ প্রায় একবছর আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার ৷ এবার সম্পূর্ণ ছবিটিই মুক্তি পেতে চলেছে 30 এপ্রিল ৷
ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে ৷ এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে ৷ অক্ষয় কুমার তাঁর সোশাল মিডিয়াতে লেখেন যে, অবশেষে তাঁরা কথা রাখতে পেরেছেন ৷ ছবিটি মুক্তি পাবে 30 এপ্রিলই ৷