মুম্বই : ছবির নাম 'লক্ষ্মী বম্ব'। কে এই লক্ষ্মী জানা নেই। এমন নামই বা কেন জানা নেই। তবে যা জানা আছে, এই লক্ষ্মী আসছে ২০২০ সালের ৫ জুন। আজ সে কথাই ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার।
ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবানিকে। অক্ষয় ছবির ফার্স্ট লুক সামনে এনে লেখেন, "আপনাদের সামনে একটি বোমার গল্প আসছে, নাম লক্ষ্মী বম্ব, আছেন কিয়ারা আডবানি। ছবিটি মুক্তি পাবে ৫ জুন ২০২০ সালে।"