পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চোখে কাজল, 'লক্ষ্মী বম্ব' অন্য রূপে অক্ষয় - Bollywood

চোখে কাজল। গম্ভীর মুখ। সামনে এল অক্ষম কুমার অভিনীত 'লক্ষ্মী বম্ব'-র প্রথম লুক।

ফার্স্ট লুক

By

Published : May 18, 2019, 7:44 PM IST

মুম্বই : ছবির নাম 'লক্ষ্মী বম্ব'। কে এই লক্ষ্মী জানা নেই। এমন নামই বা কেন জানা নেই। তবে যা জানা আছে, এই লক্ষ্মী আসছে ২০২০ সালের ৫ জুন। আজ সে কথাই ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার।

ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবানিকে। অক্ষয় ছবির ফার্স্ট লুক সামনে এনে লেখেন, "আপনাদের সামনে একটি বোমার গল্প আসছে, নাম লক্ষ্মী বম্ব, আছেন কিয়ারা আডবানি। ছবিটি মুক্তি পাবে ৫ জুন ২০২০ সালে।"

ছবিটি পরিচালনা করছেন রাঘব লরেন্স। ছবির পোস্টারে অক্ষয়ের এক চোখে কাজল পরা রয়েছে। এবং দ্বিতীয় চোখে তিনি কাজল পড়ছেন।

এই ছবিটি ছাড়াও অক্ষয় এখন ব্যস্ত সুরিয়াবংশী ও মিশন মঙ্গল ছবির কাজে। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে কিয়ারা আডবানির 'কবীর সিং'।

ABOUT THE AUTHOR

...view details