পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bell Bottom : প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'বেল বটম' - বলিউড

মঙ্গলবার অভিনেতা অক্ষয় কুমার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানিয়েছেন 27 জুলাই 'বেল বটম' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷

Bell Bottom : প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'বেল বটম'
Bell Bottom : প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'বেল বটম'

By

Published : Jun 15, 2021, 7:30 PM IST

মুম্বই, 15 জুন :ভারতে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায়, দেশের বহু জায়গাতেই করোনা সংক্রান্ত বিধিনিষেধে অনেক ছাড় দেওয়া হয়েছে ৷ এই কারণেই 'বেল বটম'-এর টিম এই ছবিটিকে প্রেক্ষাগৃহে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ মঙ্গলবার অভিনেতা অক্ষয় কুমার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানিয়েছেন, 27 জুলাই 'বেল বটম' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷

অক্ষয় তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, " আমি জানি আপনারা ধৈর্যের সঙ্গে 'বেল বটম' মুক্তি পাওয়ার অপেক্ষা করেছেন ৷ অবেশেষে ছবিটি মুক্তির কথা ঘোষণা করতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ৷ বিশ্বজুড়ে 27 জুলাই বড় পর্দায় 'বেল বটম' মুক্তি পেতে চলেছে ৷"

প্রসঙ্গত, এই ছবিটি এপ্রিল 2, 2021-এ মুক্তি পাওয়ার কথা ছিল ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে তা পিছিয়ে দেওয়া হয়েছিল ৷

এই কথা ঘোষণার পরই ভক্তরা তাদের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেনি ৷ কিছুক্ষণের মধ্যেই অক্ষয়ের এই পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায় ৷ একজন ভক্ত লেখেন, 'অবশেষে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পাবো ৷' আর একজন লিখেছেন, 'দারুণ খবর ৷ আপনাকে অনেক ভালবাসা ৷ আশা করি ছবিটি বিগ হিট হবে ৷'

রঞ্জিত এম. তিওয়ারি পরিচালিত এই ছবিটি একটি স্পাই থ্রিলার ৷ ছবিটির প্রযোজকরা হলেন বাসু ভাগনানি (Vashu Bhagnani), জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani), দীপশিখা দেশমুখ(Deepshikha Deshmukh), মনীষা আদবানি (Monisha Advani), মধু ভোজওয়ানি (Madhu Bhojwani) , এবং নিখিল আদবানি (Nikkhil Advani) ৷ এই ছবিতে দেখা যাবে বানি কাপুর, হুমা কুরেশি এবং লারা দত্ত ভূপতিকেও ৷

আরও পড়ুন :'পার্শ্ব সুখসানা' আসন নিয়ে বিশেষ পোস্ট ফিটনেস ফ্রিক শিল্পার

শুটিংয়ের শুরু থেকেই 'বেল বটম' খবরের শিরোনামে ৷ গত বছর করোনার পরিস্থিতিতে শুটিং শেষ করে শিরোনামে এসেছিল এই ছবির নাম ৷ এমনকি শুটিং সেটে করোনা মোকাবিলার জন্য যে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল তা অনুকরণযোগ্য বলে সেই সময় চলচ্চিত্র জগতে অনেকেই দাবি করেছিলেন ৷

'বেল বটম' ছাড়াও অক্ষয়ের ঝুলিতে এখন রয়েছে আতরঙ্গী রে, রকসা বন্ধন, বচ্চন পান্ডে, সূর্যবংশী, পৃথ্বীরাজ এবং লায়ন-এর মতো প্রোজেক্ট ৷

ABOUT THE AUTHOR

...view details