মুম্বই : লকডাউন শিথিল হওয়ার পরই 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য স্কটল্যান্ড পাড়ি দিয়েছিল গোটা টিম । এত দিন গ্লাসগোতে শুটিং করছিলেন তাঁরা । ইতিমধ্যেই সেখানকার শুটিং শেষ হয়ে গিয়েছে । পরবর্তী শুটিং লন্ডনে ।
ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, বাণী কাপুর, লারা দত্ত ও হুমা কুরেশিকে ।
গ্লাসগোর শুটিং শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অক্ষয় । সেখানে একই ফ্রেমে দেখা গিয়েছে ছবির কলাকুশলীদের । পাশাপাশি রয়েছেন টুইঙ্কল খান্না ও ছেলে আরভও । অক্ষয়ের সঙ্গে তাঁরাও পাড়ি দিয়েছিলেন স্কটল্যান্ডে ।
ছবির ক্যাপশনে অক্ষয় লেখেন, "একটা ফ্রেমে অনেকগুলো হাসিমুখ...গুডবাই গ্লাসগো । হ্যালো লন্ডন #বেলবটম"। ছবির পরবর্তী অংশের শুটিং যে লন্ডনে হবে তার ইঙ্গিত এই ছবির ক্যাপশনেই দেন তিনি ।
রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এটি একটি স্পাই থ্রিলার । 1980 সালের ব্যাকড্রপে তৈরি করা হয়েছে ছবিটি ।