মুম্বই : সোশাল মিডিয়ায় গল্প শোনালেন অক্ষয় কুমার । কীসের গল্প ? রামায়ণের গল্প । রাম সেতু তৈরি হওয়ার কাহিনি । গল্প শেষে একটি বিশেষ বার্তাও দিলেন অভিনেতা ।
রাম সেতু তৈরির সময় একটি ছোটো কাঠবিড়ালিও কাজে লেগে পড়েছিল । সে গায়ে বালি মেখে সেতুকে মজবুত করে তুলেছিল একটু একটু করে । তার লাগানো বালির এক একটা কণাও অনেক বড় অবদান ছিল রামের চোখে । তিনি মুগ্ধ হয়ে গেছিলেন ।