পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের নতুন ছবির ঘোষণা অক্ষয়ের... - অক্ষয় কুমারের খবর

ফের নতুন ছবির ঘোষণা করলেন অক্ষয় কুমার । প্রকাশ্যে 'রাম সেতু' ছবির প্রথম পোস্টার ।

Akshay kumar ram setu
Akshay kumar ram setu

By

Published : Nov 14, 2020, 12:22 PM IST

মুম্বই : অক্ষয় যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ধীরে ধীরে । এত ছবিতে সাইন করছেন যে, অন্য তারকাদের কাজ জুটবে তো ? প্রশ্ন নেটিজেনদের । কয়েকদিন আগেই শোনা গেছিল যে, মুদস্সর আজ়িজ়ের পরবর্তী কমেডি ছবিটি করছেন তিনি । এই খবরের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণা ।

অভিষেক শর্মা পরিচালিত 'রাম সেতু'-তে মুখ্য চরিত্রে অক্ষয় । রামের তৈরি এই সেতু সত্যি ঘটনা নাকি কোনও পৌরাণিক মিথ ? সেই রহস্যে আলোকপাত করবে ছবিটি । প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার ।

একেবারেই হিরোসুলভ আচরণ নেই অক্ষয়ের 'রাম সেতু'-তে । লম্বা চুল, চোখে চশমা, কাঁধে ঝোলা সাধারণ ব্যাগ, ক্যাশুয়াল পোশাকে একদম আম জনতার বেশ ধারন করেছেন এই সুপারস্টার ।

অরুণা ভাটিয়া ও বিক্রম মালহোত্রর প্রযোজনায় আসছে এই পৌরাণিক থ্রিলার । ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ শেয়ার করেছেন খবরটি । দেখে নিন...

'সূর্যবংশী', 'বচ্চন পান্ডে', 'অতরঙ্গী রে', 'রক্ষা বন্ধন'-এর মতো একাধিক ছবি রয়েছে অক্ষয়ের পাইপলাইনে । তার উপর প্রায় প্রতিদিন নতুন নতুন ছবিতে সই করছেন তিনি । বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা, সেটা রোজ প্রমাণ করছেন খিলাড়ি অক্ষয় ।

ABOUT THE AUTHOR

...view details