মুম্বই : ফের পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয় কুমার । নতুন কমিক থ্রিলার নিয়ে আসতে চলেছেন তাঁরা । সব ঠিক থাকলে আগামী বছর সেপ্টেম্বরেই শুরু হবে এই ছবির শুটিং । যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি ।
প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব অনেক বছরের । প্রায় দু'দশক হয়ে গিয়েছে । তাঁদের প্রথম ছবি 'হেরা ফেরি'। 2000 সালে মুক্তি পেয়েছিল ছবিটি । এরপর 'ভাগম ভাগ', 'দে দনা দন' ও 'ভুল ভুলাইয়া'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা । তাঁদের শেষ ছবি 'খাট্টা মিঠা' মুক্তি পায় 2010-এ । তারপর থেকে আর কখনও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের । এবার ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা ।
নতুন ছবি সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানিয়েছিলেন, আপকামিং কমিক থ্রিলারে অক্ষয়ের সঙ্গে কাজ করবেন তিনি । কোরোনা পরিস্থিতির জন্য এই ছবির শুটিং পিছিয়ে গিয়েছে । সব ঠিক থাকলে আগামী বছর সেপ্টেম্বরে শুরু হবে শুটিং । তবে লকডাউনের মধ্যেই ছবি সংক্রান্ত সব পরিকল্পনা করে রেখেছেন তাঁরা । ছবির প্রযোজনাও করবেন অক্ষয় ।