পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রিয়দর্শনের আপকামিং ছবিতে অক্ষয় কুমার - Akshay reunite with Priyadarshan

প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব অনেক বছরের । প্রায় দু দশক হয়ে গিয়েছে । তাঁদের প্রথম ছবি 'হেরা ফেরি'। 2000 সালে মুক্তি পেয়েছিল ছবিটি । এরপর 'ভাগম ভাগ', 'দে দনা দন' ও 'ভুল ভুলাইয়া'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা । তাঁদের শেষ ছবি 2010 মুক্তি পাওয়া 'খাট্টা মিঠা'। তারপর থেকে আর কখনও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের ।

asd
asd

By

Published : Dec 11, 2020, 7:03 PM IST

মুম্বই : ফের পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয় কুমার । নতুন কমিক থ্রিলার নিয়ে আসতে চলেছেন তাঁরা । সব ঠিক থাকলে আগামী বছর সেপ্টেম্বরেই শুরু হবে এই ছবির শুটিং । যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি ।

প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয়ের বন্ধুত্ব অনেক বছরের । প্রায় দু'দশক হয়ে গিয়েছে । তাঁদের প্রথম ছবি 'হেরা ফেরি'। 2000 সালে মুক্তি পেয়েছিল ছবিটি । এরপর 'ভাগম ভাগ', 'দে দনা দন' ও 'ভুল ভুলাইয়া'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা । তাঁদের শেষ ছবি 'খাট্টা মিঠা' মুক্তি পায় 2010-এ । তারপর থেকে আর কখনও একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের । এবার ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা ।

'দে দনা দন'-এর শুটিংয়ের সময় অক্ষয়, প্রিয়দর্শন ও সুনীল শেট্টি

নতুন ছবি সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানিয়েছিলেন, আপকামিং কমিক থ্রিলারে অক্ষয়ের সঙ্গে কাজ করবেন তিনি । কোরোনা পরিস্থিতির জন্য এই ছবির শুটিং পিছিয়ে গিয়েছে । সব ঠিক থাকলে আগামী বছর সেপ্টেম্বরে শুরু হবে শুটিং । তবে লকডাউনের মধ্যেই ছবি সংক্রান্ত সব পরিকল্পনা করে রেখেছেন তাঁরা । ছবির প্রযোজনাও করবেন অক্ষয় ।

'ভুল ভুলাইয়া'-র শুটিংয়ের সময় অক্ষয় ও প্রিয়দর্শন

তবে শোনা যাচ্ছিল যে, 'হেরা ফেরি 3' তৈরি করতে চলেছেন প্রিয়দর্শন । যদিও একথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন তিনি । ওই সাক্ষাৎকারেই এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি 'হেরা ফেরি 3'-এর সঙ্গে যুক্ত নই । এই ছবি নিয়ে আমার কোনও আগ্রহ নেই বলেও নির্মাতাদের জানিয়েছি ।"

প্রিয়দর্শন ও অক্ষয়

অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের 'সূর্যবংশী'। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । এছাড়াও রয়েছে রঞ্জিত তিওয়ারির 'বেল বটম'। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি । তবে এই মুহূর্তে আনন্দ এল রাইয়ের 'অতরঙ্গী রে' ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয় । সেখানে সারা আলি খান ও ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

এছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে 'রাম সেতু', 'রাখি বন্ধন' ও 'বচ্চন পান্ডে'-র মতো ছবি ।

ABOUT THE AUTHOR

...view details