মুম্বই : 'কেশরী' ছবির 'তেরি মিট্টি' দেশপ্রেমের গান । স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি সেই গান । তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোরোনা যোদ্ধারাই সবথেকে বড় দেশপ্রেমিক । তাই এই গানকে তাঁদের উদ্দেশে উৎসর্গ করলেন অক্ষয় কুমার ।
খালি কিছু শব্দের অদলবদল করে গানটি ফের মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ 24 এপ্রিল দুপুর 12.30-র সময় । খবরটি নিজেই টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন অক্ষয় ।
লিখেছেন, "সেই সমস্ত হিরোদের উদ্দেশে একটা স্যালুট, আমাদের সাহসী ভারতবর্ষের উদ্দেশে একটা শ্রদ্ধার্ঘ্য । "
শুধ অক্ষয় নন, এই খবর শেয়ার করেছেন 'কেশরী'-র প্রযোজক করণ জোহরও । লিখেছেন, "আমরা যাতে সুস্থ থাকি, সেইজন্য ওঁরা লড়াই করছেন । আমরা তাই চিরকৃতজ্ঞ ।"
2019 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'কেশরী' সেই বছরের অন্য়তম জনপ্রিয় ফিল্ম ছিল । মনোজ মুন্তাসিরের লেখা এই গান 'তেরি মিট্টি' পুরো দেশকে নাড়া দিয়েছিল । গানটি গেয়েছিলেন বি.প্রাক ও সুর অর্কর ।