মুম্বই : 21 দিনের লকডাউন, কোরোনা নিয়ে চূড়ান্ত অ্যালার্ট জারি হয়ে গেছে চারিদিকে । তবে এখনও কিছু মানুষ এই গুরুত্বটা বুঝতে পারছেন না । ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় । তাদের উদ্দেশে সতর্কবার্তা দিতে গিয়ে মেজাজ হারালেন অক্ষয় । এমনিতেই সোজাসাপ্টা কথা বলেন তিনি । আর এই পরিস্থিতিতে আরও ধারালো হয়ে উঠলেন অভিনেতা ।
প্রথমেই অক্ষয় ক্ষমা চেয়ে বললেন যে, তাঁর মুখ থেকে খারাপ শব্দ বেরিয়ে যেতে পারে । কারণ প্রতিদিন নরম করে কথা বললেও, আজ পরিস্থিতিটা অন্য । তিনি বললেন, "আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে ? কে লকডাউনের মানে বুঝতে পারছেন না বলুন । লকডাউন মানে, বাড়িতে থাকো । পরিবারের সঙ্গে থাকো । বাহাদুরী দেখাতে রাস্তায় বেরিয়ো না ।"