মুম্বই : সদ্য আজই নিজের পরবর্তী ছবির ঘোষণা করেছেন সলমন খান । নাম 'কভি ইদ কভি দিওয়ালি' । তবে অক্ষয় অনেক দূরের কথা ভেবে ফেলেছেন । তিনি সলমনের এই ছবির সিকুয়েলের নামও ভেবে ফেলেছেন ।
![সলমনকে টিপ দিলেন অক্ষয় Kabhi Eid Kabhi Diwali news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5668644-537-5668644-1578678732660.jpg)
Kabhi Eid Kabhi Diwali news
টুইট করে অক্ষয় লিখেছেন, "'কভি ইদ কভি দিওয়ালি' ছবির জন্য কনগ্র্যাচুলেশনস মাই ডিয়ার ফ্রেন্ডস সাজিদ নাদিয়াওয়ালা, সলমন খান ও ফারহাদ সামজীকে। সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা । সিকুয়েলের জন্য় একটা নামও ভেবে ফেলেছি..'কভি ইদ কভি ক্রিসমাস',"
অক্ষয় যে রসিক মানুষ তা সবাই জানেন । আবারও তা প্রমাণ হয়ে গেল এই পোস্টের মাধ্যমে । সলমন কি তাঁর এই সাজেশন নেবেন ? দেখা যাক...