মুম্বই : কণিকা কাপুরের দায়িত্বজ্ঞানহীন আচরণে অবাক দেশ । যেখানে সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ বিদেশ থেকে ফিরে এয়ারপোর্ট থেকেই সেল্ফ কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন, সেখানে 10 দিন আগে লন্ডন থেকে ফিরে কণিকা দেখা করেছেন অসংখ্য মানুষের সঙ্গে, পার্টি করেছেন জমিয়ে । গায়িকার এমন কার্যকলাপে স্তম্ভিত বলিউডের একাধিক ব্য়ক্তিত্ব ।
অক্ষয় কুমার সরাসরি কণিকার বিরুদ্ধে কিছু না বললেও, মানুষের সতর্কতার অভাব নিয়ে কড়া সমোলাচনা করেছেন সোশাল মিডিয়ায় । খুব সুন্দর একটা লাইনের মাধ্যমে তিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন । বলেছেন, "এই প্রথম এমন একটা রেস হতে চলেছে, যেখানে উইনার সে-ই হবে যে থেমে যাবে ।"
ঋষি কাপুর লিখেছেন, "আজ কাল কিছু 'কাপুর'-দের সময়টা ভালো যাচ্ছে না । ভয় লাগে । হে মালিক 'কাপুরদের' রক্ষা কোরো, কোনও ভুল যেন না হয়ে যায় । জয় মাতা দি ।"