মুম্বই : তাঁর বয়সী অনেক অভিনেতাই ইন্ডাস্ট্রির ইঁদুরদৌড় থেকে সরে গেছেন । তাঁরা সবাই এখন বেছে কাজ করেন । বেশ কিছুটা সময় বিরতি নিয়ে, প্রস্তুতি নিয়ে ভেবেচিন্তে বড় বাজেটের ছবি করেন । তবে অক্ষয় কুমারের লক্ষ্যটাই অন্য । তিনি প্রতি বছর গুচ্ছ গুচ্ছ ছবি করেন, আর প্রতি ছবিই দারুণ ব্যবসা করে ।
অক্ষয়ের করা সব ছবি মানগত দিক থেকে উন্নত না হলেও, শুধু তাঁর নামের জোরে সেই ছবি ব্লকবাস্টার হয়ে যায় । তাই তাঁর দরজায় প্রযোজকদের লাইন দিনদিন বাড়ছে । শোনা যাচ্ছে যে, 2021 সালের চতুর্থ ছবিটি ইতিমধ্যেই সই করে ফেলেছেন অভিনেতা ।