মুম্বই : নতুন রূপে ভূমি পেদনেকর । এই প্রথম হরর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে । কিছুটা 'ভুলভুলইয়া'-র বিদ্যা বালান, কিছুটা 'লক্ষ্মী'-র অক্ষয় কুমারের ঝলক দেখা গেল ভূমির 'দুর্গামতী' অবতারে ।
অক্ষয় নিজেই শেয়ার করেছেন টিজ়ারটি । তিনি এই ছবির অন্যতম প্রযোজক । আগামীকাল ট্রেলার মুক্তির আগে তাই টিজ়ার রিলিজ় করার দায়িত্বটা তাঁরই মাথায় ।