মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'অতরঙ্গী রে'। সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আজ থেকে শুরু হল এই ছবির শুটিং ।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অক্ষয় । সেখানে সারার সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে তাঁকে । ছবিতে অক্ষয়ের পরনে রয়েছেন কালো ওভার কোট ও সাদা শার্ট । অন্যদিকে সাদা সালোয়ারের সঙ্গে টিমআপ করে হলুদ ওড়না নিতে দেখা গিয়েছে সারাকে ।
ছবির ক্যাপশনে অক্ষয় লেখেন, "তিনটি শব্দ আমাদের মুখে খুশি ফিরিয়েছে : লাইটস, ক্যামেরা, অ্যাকশন । #অতরঙ্গীরে-র শুটিং শুরু করলাম । আপনাদের সবার ভালোবাসা ও শুভেচ্ছা চাই ।"
ওই একই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন সারা । আর তার ক্যাপশনে লেখেন, "অতরঙ্গী রে এখন আরও রঙিন ! অক্ষয় কুমারের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত । আর এটা আমার কাছে সৌভাগ্যের ।"
এই ছবিতে অক্ষয় ও সারা ছাড়াও দেখা যাবে ধনুষকে । ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই ।
এছাড়াও একাধিক ছবি রয়েছে অক্ষয়ের হাতে । লকডাউন শিথিল হওয়ার পরই স্কটল্যান্ডে গিয়ে 'বেল বটম'-এর শুটিং শেষ করেন তিনি । আর এখন 'অতরঙ্গী রে'-র পাশাপাশি 'পৃথ্বীরাজ'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন । মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর 'সূর্যবংশী' ছবিটি । সেখানে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।
অন্যদিকে শেষবার 'লাভ আজ কাল 2' ছবিতে দেখা গিয়েছিল সারাকে । ইমতিয়াজ় আলি পরিচালিত এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । যদিও বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি এই ছবি ।