পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এই পরিস্থিতিতে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁরাই একমাত্র সুপারস্টার" - corona scare

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতির মোকাবিলার জন্য সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে । আর যাঁরা এই পরিস্থিতিতে বাড়িতে রয়েছেন তাঁদের সুপারস্টার বলে উল্লেখ করেছেন অক্ষয় কুমার ।

jh
kg

By

Published : Mar 27, 2020, 4:56 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্ক এখন গ্রাস করেছে দেশবাসীকে । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আর এই পরিস্থিতিতে তাঁরাই 'সুপারস্টার' যাঁরা বাড়ির মধ্যে রয়েছেন আর পরিবারের সবাইকে নিরাপদে রেখেছেন । এটাই মনে করেন অক্ষয় কুমার ।

টাইগার শ্রফের অভিনয়ে মুগ্ধ ট্রেড অ্যানালিস্ট জোগিন্দর তুতেজা । সম্প্রতি টুইটারে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । ভিডিয়োতে টাইগারের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসা করেছিলেন । আপকামিং সিনেমা 'ব়্যাম্বো', 'হিরোপন্তি 2' ও 'বাগি 4'-এর মাধ্যমে একজন সুপারস্টার হিসেবে টাইগার পরিচিতি পেতে পারেন বলে মনে করেন তিনি ।

এর পালটা একটি টুইট করে জোগিন্দরের সঙ্গে সহমত হন অক্ষয় । কিন্তু, তার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাঁরা বাড়িতে রয়েছেন তাঁদের সুপারস্টার বলেও উল্লেখ করেন । তিনি লেখেন, "জোগিন্দর আমি তোমার সঙ্গে সহমত । টাইগার শ্রফ খুব ভালো অভিনেতা । কিন্তু, দেশের এই পরিস্থিতির মধ্যে যাঁরা বাড়িতে রয়েছেন আর পরিবারের নিরাপত্তা সম্পর্কে সচেতন এখন তাঁরাই একমাত্র সুপারস্টার ।"

এর আগে কোরোনা সতর্কতা নিয়ে ফ্যানদের একাধিকবার সচেতন করেছেন অক্ষয় । বার বার সবাইকে ঘরের মধ্যে থাকতে ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন । পাশাপাশি যাঁরা সতর্কতা না মেনে বাড়ির বাইরে বের হচ্ছেন তাঁদের প্রতি মেজাজ হারিয়ে কিছুদিন আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details