মুম্বই : আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার । জন্মদিনে সেই ছবির টিমের তরফে একটি ট্রাউজ়ার উপহার পান তিনি । তবে সেটা অবশ্য যেমন তেমন কোনও ট্রাউজ়ার নয় ।
আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য এখন স্কটল্য়ান্ডে রয়েছেন অক্ষয় । এই কোরোনা পরিস্থিতির মধ্যে স্ত্রী, সন্তানদের কাছ ছাড়া করতে চাননি তিনি । তাই আপাতত সন্তানদের নিয়ে অক্ষয়ের সঙ্গে স্কটল্যান্ডেই রয়েছেন টুইঙ্কল খান্নাও । আর সেখানেই স্বামীর জন্মদিন পালন করেন তিনি ।