মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । তার মধ্যে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় একাধিক সিনেমার শুটিং । এদিকে শুটিং বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন 'পৃথ্বীরাজ' ছবির নির্মাতারা । শুটিংয়ের জন্য বাইরে যে সেট তাঁরা তৈরি করেছিলেন তা আপাতত খুলে ফেলা হবে বলেই জানা গিয়েছে ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে যশ রাজ ফিল্মসের তরফে বলা হয়েছে, গত দু'মাস ধরে মুম্বইয়ের দহিসারে সেটটি তৈরি করে ফেলে রাখা হয়েছে । পরিস্থিতি ঠিক হওয়ার পরই যাতে এক মুহূর্ত সময় নষ্ট না করে শুটিং করা যায় তার জন্য এতদিন অক্ষত অবস্থায় রাখা হয় সেটটি । এদিকে আর মাত্র একটা সপ্তাহ পরই মুম্বইতে বৃষ্টি শুরু হয়ে যাবে । তার মধ্যে পুরোপুরি খারাপ হয়ে যাবে সেট । আর তার আগে শুটিং শুরু করা যে সম্ভব নয় তা প্রায় সবারই জানা । এদিকে সেটের পরিচর্যা করতে জলের মতো টাকাও বেরিয়ে যাচ্ছে । এই সব কারণেই বৃষ্টি শুরু হওয়ার আগেই সেটটি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।