মুম্বই : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গতকাল রাতে মুম্বইয়ের ত্রিডেন্ট হোটেলে দেখা করেন অক্ষয় কুমার । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ।
মঙ্গলবার সন্ধের দিকে বিমানে মুম্বই পৌঁছান আদিত্যনাথ । আর আজ সকালে বম্বে স্টক এক্সচেঞ্জে 200 কোটি টাকার লখনউ মিউনিসিপাল বন্ড ছাড়ার অনুষ্ঠানে যান তিনি । এদিকে গতকাল রাতে ত্রিডেন্ট হোটেলে তাঁর সঙ্গে দেখা করতে যান অক্ষয় কুমার সহ বলিউডের একাধিক তারকা ।
একাধিক বিষয় নিয়ে অক্ষয়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে টুইট করে জানান আদিত্যনাথ । তিনি লেখেন, "মুম্বইয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি । নিজের কাজের প্রতি ওঁর জ্ঞান, একাগ্রতা যুব সমাজকে অনুপ্রেরণা দেবে ।"
সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন আদিত্যনাথ । নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয় সংলগ্ন জায়গাতে এই ফিল্ম সিটি তৈরি করার জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন তিনি । সূত্রের খবর, গতকাল অক্ষয়ের সঙ্গে আলোচনায় ফিল্ম সিটি সংক্রান্ত বিষয়ও উঠে আসে ।
মুম্বইতে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ অক্ষয় কুমারের
এছাড়া অক্ষয়ের পরবর্তী ছবি 'রাম সেতু'। ছবিটি পরিচালনা করবেন অভিষেক শর্মা । রাম সেতুর ইতিহাস তুলে ধরা হবে এই ছবিতে । রামায়ণ অনুসারে, সীতাকে উদ্ধার করার জন্য রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বাঁদর সেনা এই সেতু তৈরি করেছিল । সূত্রের খবর, এই ছবির একাধিক বিষয়ও তাঁদের আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে ।