মুম্বই : ক্রিস্টোফার নোলানের ছবিতে অভিনয় করা মুখের কথা নয় । তাঁর ছবিতে একটা সুযোগ পাওয়া যে কোনও অভিনেতার স্বপ্ন । আর সেই স্বপ্নপূরণ হয়েছে ডিম্পল কপাড়িয়ার । নোলানের 'টেনেট' ছবিতে অভিনয় করেছেন তিনি ।
তবে সবথেকে দারুণ ব্যাপার হল, ডিম্পলের মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করে স্বয়ং ক্রিস্টোফারও মুগ্ধ । একটি ছোটো চিঠিতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক । সেই দেখে রীতিমতো গর্বিত ডিম্পলের জামাই অক্ষয় কুমার ।