মুম্বই : 'হাউজ়ফুল 4' হিট হয়েছে কি হয়নি সেটা প্রযোজকই জানেন। কিন্তু, অক্ষয় কুমার যে ক্যারিয়ারের অন্যতম সফল ফেজ়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা মেনে নেবেন সবাই। কিন্তু, তার মধ্যেই ছন্দপতন। 'সূর্যবংশী'-র সেটে আহত অভিনেতা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, "বাঁ হাতে চোট পেয়েছেন অক্ষয়। সেই জায়গাটা ফিজ়িওথেরাপিস্ট ভালো করে বেঁধে দিয়েছেন। আর তারপরেও শুটিং করেছেন অক্ষয়।"