মুম্বই : আপকামিং ছবি 'বেল বটম'-এর শুটিংয়ের জন্য UK-তে গিয়েছিলেন অক্ষয় কুমার । ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং । তাই এবার বাড়ি ফিরছেন তিনি ।
কোরোনা দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । সেই সময়টা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন অক্ষয় । আর কোরোনা পরিস্থিতির মধ্যে 'বেল বটম' দিয়েই শুটিং ফ্লোরে ফিরেছিলেন তিনি । শুটিংয়ের জন্য স্ত্রী টুইঙ্কল খান্না ও সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছিলেন UK-তে ।
প্রথমে বেশ কিছুদিন ছবির শুটিং হয় গ্লাসগোতে । এরপর সেখান থেকে গোটা টিম পাড়ি দেয় লন্ডন । সেখানেই বাকি থাকা অংশের শুটিং করা হয় । নিউ নরম্যালে সব বিধিনিষেধ মেনেই শুটিং শেষ করেছেন তাঁরা । আর এবার বাড়ি ফেরার পালা ।