মুম্বই : পরনে রাজাদের পোশাক । গলায় ভারী হার । মাথায় মুকুট । আর হাতে গোলাপ ফুল । এক ঝলকে দেখে মুঘল সম্রাট শাহজাহান বলেই মনে হবে । আদতে তিনি অক্ষয় কুমার । আসলে আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র জন্যই এভাবে সেজেছেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অক্ষয় । সেখানে গোলাপ হাতে তাজমহলের সামনে নাচতে দেখা গিয়েছে তাঁকে । যদিও সঠিক আলো না থাকায় তাঁর মুখ বোঝা যায়নি । তবে এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "বাহ তাজ !"