পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুম্বই পুলিশ ফাউন্ডেশনে 2 কোটি টাকা অনুদান অক্ষয়ের - অক্ষয় কুমারের খবর

মুম্বই পুলিশ ফাউন্ডেশনে 2 কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার ।

akshay kumar donates
akshay kumar donates

By

Published : Apr 27, 2020, 7:24 PM IST

মুম্বই : মুম্বই পুলিশের দুই হেড কনস্টেবল চন্দ্রকান্ত পেনদুরকর ও সন্দীপ সুর্ভের মৃত্যুতে গভীরভাবে আঘাত পেয়েছেন অক্ষয় । আর তাই মুম্বই পুলিশ ফাউন্টেশনে 2 কোটি টাকা অনুদান অভিনেতার ।

টুইটারের মাধ্যমে অক্ষয়কে ধন্যবাদ জানিয়েছে মুম্বই পুলিশ । লেখা হয়েছে, "মুম্বই পুলিশ ফাউন্ডেশনে 2 কোটি টাকা দেওয়ার জন্য অক্ষয় কুমারকে আমার ধন্যবাদ । যে সমস্ত মানুষগুলো শহরের সুরক্ষা বজায় রেখেছেন, তাঁদের সুরক্ষার জন্য আপনার এই অনুদান কাজে লাগবে ।"

এই টুইটের উত্তর দিয়েছেন অক্ষয় । লিখেছেন, "মুম্বই পুলিশের হেড কনস্টেবল চন্দ্রকান্ত পেনদুরকর ও সন্দীপ সুর্ভেকে আমি স্য়ালুট জানাই, যাঁরা কোরোনার সঙ্গে যুদ্ধতে নিজেদের প্রাণ দিয়েছেন । আমি আমার ডিউটি করলাম, আশা করব আপনিও আপনারটা করবেন ।"

এর আগে অক্ষয় প্রধানমন্ত্রীর তহবিলে 25 কোটি টাকা অনুদান দিয়েছেন । BMC-কেও 3 কোটি দান করেছেন তিনি । কোরোনা মোকাবিলায় অক্ষয়ের অবদান অনস্বীকার্য । যদিও শুধু এই বারই নয়, যে কোনও ক্রাইসিসেই অক্ষয় দু'হাত খুলে সাহায্য করেন ।

ABOUT THE AUTHOR

...view details