মুম্বই : মানুষকে সাহায্য করতে কখনও পিছপা হননি অভিনেতা অক্ষয় কুমার । এবার অসমের বন্যা কবলিতদের পাশে দাঁড়ালেন তিনি ।
অক্ষয় অসম মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড ও কাজিরাঙা ন্যাশনাল পার্কের সুরক্ষার জন্য মোট দু'কোটি টাকা দিয়েছেন । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ভগবান তাঁকে অনেক টাকা দিয়েছে, তাই দু'বার না ভেবেই মানুষের পাশে দাঁড়ান তিনি ।
সাক্ষাৎকারে অক্ষয় আরও জানান, অসমের বন্যা কবলিত এলাকাগুলির ছবি দেখে তাঁর মন খারাপ হয়ে গিয়েছিল । তাই টাকা ডোনেট করার আগে তিনি দু'বার ভাবেননি ।
তিনি বলেন, "একটি ছবি আমাকে নাড়িয়ে দিয়েছিল । ছবিটিতে দেখেছিলাম একজন মা তাঁর সন্তানকে কাঁধে নিয়ে বন্যার জলের মধ্যে দিয়ে যাচ্ছেন । তাঁর চেহারায় দুঃখর কোনও চিহ্ন ছিল না । আর এটাই ভয়ের । তিনি এতকিছু পেরিয়ে এসেছেন যে নিজের দুঃখটাকেও ভুলে গেছেন । ছবিটি দেখার পর আমার মনে হয়েছিল ঘটনাটি আমার স্ত্রী ও মেয়ের সঙ্গেও ঘটতে পারত । তাই আমার যেটা ঠিক মনে হয়েছে করেছি ।"