পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Raksha Bandhan : নতুন সিনেমার প্রথম ছবি শেয়ার, বোনকে উৎসর্গ অক্ষয়ের - রক্ষা বন্ধন

'রকসা বন্ধন' (Raksha Bandhan)-এর প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ৷ ছবিটি অভিনেতা উৎসর্গ করলেন তাঁর বোন অলকাকে ৷

Raksha Bandhan
Raksha Bandhan

By

Published : Jun 21, 2021, 5:38 PM IST

Updated : Jun 22, 2021, 6:20 PM IST

মুম্বই, 21 জুন : দীর্ঘ সময়ের পর আবার সেটে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ৷ ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর আসন্ন ছবি 'রকসা বন্ধন' (Raksha Bandhan)-এর শু্যটিংয়ের দৃশ্য ৷

সেই ছবিতে অভিনেতার পরনে রয়েছে হলুদ কুর্তা ও সাধারণ প্যান্ট ৷ কপালে লাল তিলক ও হাতে ক্ল্যাপবোর্ড ৷ ছিমছাপ পোশাকে, সাবলীল চাউনির এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই ভাইরাল ৷ কমেন্ট বক্স ভরে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছায় ৷

ছবিটি শেয়ার করে অভিনেতা লেখেন, 'বড় হয়ে ওঠো আমার বোন, অলকা আমার প্রথম বন্ধু ৷ এটা ছিল সবথেকে অনায়াসে হওয়া একটি বন্ধুত্ব ৷ @aanandlrai's #RakshaBandhan এটি তাঁকে উৎসর্গ করেই এবং আমার সঙ্গে তাঁর বিশেষ বন্ধনের এটি একটি উদযাপন ৷'

আরও পড়ুন :ছেলের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন কপিল শর্মা

আজ থেকে শুরু হল 'রকসা বন্ধন' ছবির শু্যটিং ৷ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার ও ভূমি পেদনেকর সহ অন্য তারকাদের ৷

গত সপ্তাহেই নায়িকার নাম ঘোষণা করে ছবির টিম ৷ জানানো হয়, বলিউডের খিলাড়ি কুমারের সঙ্গে রুপোলি পর্দায় অভিনয় করতে দেখা যাবে ভূমি পেদনেকরকে ৷

উল্লেখ্য, 'টয়লেট: এক প্রেম কথা'তেও জুটি বেঁধেছিলেন ভূমি-অক্ষয় ৷ সেই ছবি রোজগার করেছিল 300 কোটি টাকারও বেশি ৷

Last Updated : Jun 22, 2021, 6:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details