ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জওয়ানদের সঙ্গে ভলিবল খেলায় মাতলেন অক্ষয় - অক্ষয় কুমারের খবর

আর্মি ডে-তে জওয়ানদের সঙ্গে ভলিবল খেলায় মাতলেন অক্ষয় কুমার । ভিডিয়ো শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

Akshay Kumar celebrates Army Day playing volleyball with jawans
Akshay Kumar celebrates Army Day playing volleyball with jawans
author img

By

Published : Jan 15, 2021, 10:37 PM IST

মুম্বই : দেশের সীমান্তে আজ যোদ্ধারা আছেন বলে দেশের মানুষরা শান্তিতে ঘুমোতে পারে । তাঁদের ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই আমাদের । তবুও শুধুমাত্র এই জওয়ানদের শ্রদ্ধা জানাতে একটি দিন নির্ধারিত হয়েছে, 15 জানুয়ারি । আজ আর্মি ডে ।

আর এই দিনটিকে বিশেষভাবে সেলিব্রেট করলেন অক্ষয় কুমার । তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভলিবল খেললেন অভিনেতা । জওয়ানদের মতোই কালো পোশাকে দেখা গেল তাঁকে । এমন দিনে এমন এক সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার...কৃতজ্ঞ অক্ষয় ।

আপাতত কৃতি স্যানন ও জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গে 'বচ্চন পাণ্ডে'-র শুটিং করতে জয়সলমীরে রয়েছেন অক্ষয় । মার্চ অবধি চলবে শুটিং । রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হবে শুটিং ।

ফারহাদ সামজি পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন আরশাদ ওয়ারসি । তিনি এখানে অক্ষয়ের বন্ধু । আর কৃতি রয়েছেন এক জার্নালিস্টের চরিত্রে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details